বুধবার ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৯:৫৫, ৭ জুন ২০২৩

দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

দুর্গাপুর থানা পুলিশ বুধবার সকালে ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাদক মুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে লক্ষ্যে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ করছে। 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশ বুধবার (৭ জুন) সকাল ৭টার দিকে  ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর খানার কেওরা পশ্চিম খন্ড গ্রামের মোস্তফা কামালের পুত্র আসিফ মিয়া (২২)। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার এস আই সাদেকুজ্জামান বাদী হয়ে আটক আসিফ মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন