
বারহাট্টায় চার জুয়াড়ি আটক
নেত্রকোনার বারহাট্টায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গোড়ল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার ভাটিনোয়াপাড়া গ্রামের মো. হারেছ মিয়া (8৫), গোড়ল গ্রামের সোহেল খান (৩২), হাবিবুর রহমান খাঁ (২৯) ও বড়ি গ্রামের মিজানুর রহমান (৪৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোড়ল গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলার আসর বসেছে। এমন গোপন সংবাদে বারহাট্টা থানার এসআই আবু ছায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চারজনকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গরু উদ্ধার, চোর আটক