মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় ১২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২১:৫৫, ১৯ জুন ২০২৩

বারহাট্টায় ১২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

বারহাট্টায় ১২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

নেত্রকোণার বারহাট্টা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে চুরাইপথে আসা ১২৭ বোতল মদ উদ্ধার ও চুরাকারবারী অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- বাগেরহাট সদর থানার গাবরখালি গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে আবু বক্ধসঢ়;র ছিদ্দিক (৩৩) ও টাংগাইল জেলার ঘাটাইল থানার ইন্দ্রিরেরবাইদ গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে সেলিনা আক্তার (২৫)।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে ফকিরের বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দশদার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় খবর আসে যে, ভারতীয় সীমান্ত উপজেলা কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়ক পথে কতিপয় ব্যক্তি প্রাইভেট কারযোগে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ নিয়ে আসছে। পরে এই সড়কের উড়াদিঘিবাজারে ওঁৎপেতে প্রাইভেট কারটি থামিয়ে মদ উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা হয়।

(ওসি) খোকন কুমার সাহা বলেন, জব্দ মদের মূল্য ৮ লাখ ৫৪ হাজার টাকা হতে পারে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দ প্রাইভেট কারটি থানায় আটক
আছে।

আরও পড়ুন: সড়কে সিএনজি থেকে চাঁদা আদায়, প্রতিবাদে মানববন্ধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798