সড়কে সিএনজি থেকে চাঁদা আদায়, প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার মোহনগঞ্জে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতির সদস্যরা। তাদের বক্তব্য- নেত্রকোনায় যাত্রী নিয়ে যেদে চাইলে মোহনগঞ্জ বাসস্ট্যান্ডে সিএনজি থেকে চাঁদা তুলেন শ্রমিক ইউনিয়নের লোকজন। প্রতি গাড়ি থেকে তাদে একশত টাকা করে দিতে হয়। অন্যথায় তারা পদে সিএনজি আটকে দেন। যাত্রী নিয়ে যেতে তাদের বাধা দেন।
সোমবার দুপুর ১টার দিকে মোহনঞ্জে পৌরশহরের পাথরঘাটা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা একতা সমবায় মালিক সমিতি এ মানববন্ধন করেন। এতে তাদের দেড়শতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধন শেষে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও স্থানীয় সংসদ সদস্য বরাবর স্বারক লিপি দেন তারা।
মানববন্ধনে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতারা বলেন, আইন মেনেই দেড়শতাধিক চালক সিএনজি চালাচ্ছি। কিন্তু সরকারি সড়কে শ্রমিক ইউনিয়নের লোকজন অবৈধভাবে চাঁদাবাজি করে। তাদের টাকা না দিলে সড়কে চলতে দেয় না। তাদের উদ্দেশ্য হলো- যাত্রীরা যেন সিএনজিতে যেতে না পারে, সিএনজি না থাকলে তাদের লক্কর ঝক্কর বাসেই যেতে বাধ্য হয়। স্বাধীন দেশে যাত্রীরা যে পরিবহনে যেতে খুশি যাবে এটা তাদের ইচ্ছে। কিন্তু শ্রমিক ইউনিয়নের লোকজন যাত্রীদেরকে তাদের দুর্গন্ধযুক্ত টিনের মুড়ি মার্কা বাসে যেতে বাধ্য করতেই সিএনজি আটকে দেয়।
বক্তারা বলেন, তাদের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় আমরা পেটের দায়ে বাধ্য হয়ে জোর করেই সড়ক দিয়ে সিএনজি চালাতে শুরু করবো। স্বাধীন দেশে শ্রমিক ইউনিয়নের কাছে আমার পরাধীন হয়ে আছি। আমার এর সঠিক বিচার চাই।
মানববন্ধনে সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. নূর নবী,সহ সভাপতি মোফাজ্জল হোসেন,সহ সভাপতি মো. আদিল আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মোঃ সানা মিয়া, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ। এছাড়া দপ্তর সম্পাদক মো. তৌহিদুল আলম তানিক, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বাদশা মিয়া, সম্মানিত সদস্য মো. বাচ্চু মিয়া, সম্মানিত সদস্য মো. তকদির মিয়াসহ সমিতির দেড়শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বিষয়টি অবহিত করলে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: শ্রীবরদীতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা