কলমাকান্দায় ভারতীয় রুপিসহ দুই চোরাকারবারি আটক
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় রুপিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটককৃতদের কলমাকান্দা থানা পুলিশের নিকট সোর্পদ করেন বিজিবি লেংগুড়া বিওপি ।
আটককৃতদের নামে থানায় মামলা দায়ের পর আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে । এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ।
এর আগে গত বুধবার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি নামক এলাকায় থেকে এক নারীসহ দুইজনকে আটক করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৯৭ হাজার পাঁচশত ভারতীয় রুপি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন , কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. আব্দুল কুদ্দুস (২৯) ও একই ইউনিয়নের সীমান্তবর্তী জগনাথপুর গ্রামের হেলপারের স্ত্রী সাবিনা (৩৫) ।
স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্ত থেকে লেংগুড়া বাজারের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. ফিরোজ মোল্লা এর নেতৃত্বে ০৫ সদস্যের একটি টহল দল ওই সময় ফুলবাড়ি নামক এলাকার রাস্তায় থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ৯৭ হাজার পাঁচশত ভারতীয় রুপি এক নারীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় রুপির রমরমা ব্যবসা করে আসছিল। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাকারবারি চক্রসহ একটি শক্তিশালী ভারতীয় রুপি ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেঙ্গুরা বিওপি এর নায়েক সুবেদার মো. ফিরোজ মোল্লা বলেন , বিজিবিকে ফাঁকি দিয়ে সুকৌশলে স্থানীয় চোরাকারবারিরা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে চোরাচালান পরিচালনা আসছিল।
তিনি আরো বলেন, ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) স্যারের নির্দেশনায় জিরো টলারেন্স নীতিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চোরাকারবারিদের গতিবিধি নজরদারিসহ টহল অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বিএমইউজে ফেনী জেলা কমিটি গঠন