
র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
র্যাব-৫ এর বিশেষ অভিযানে রাজশাহীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন মঞ্জুর মোর্শেদকে আটক করা হয়েছে।
শনিবার (০৫ আগস্ট) দুপুরে আসামিকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। ভোরে তাকে রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
বিষয়টি র্যাব-৫ এর সদর কোম্পানীর অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দল জানতে পারে বদলগাছী থানার একটি হত্যা মামলার আসামি মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী। দীর্ঘদিন ধরে সে রাজশাহীতে পলাতক অবস্থায় লুকিয়ে আছে বলে র্যাবের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে লক্ষ্মীপুর এলাকা থেকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার ও আদালত কর্তৃক সাজা হওয়ার কথা স্বীকার করে। প দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।