বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান দুই ব্যবসায়িকে অর্থদণ্ডসহ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

প্রকাশিত: ২১:৫৪, ২২ আগস্ট ২০২৩

আপডেট: ২১:৫৫, ২২ আগস্ট ২০২৩

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান দুই ব্যবসায়িকে অর্থদণ্ডসহ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান দুই ব্যবসায়িকে অর্থদণ্ডসহ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়িকে ৮ হাজার টাকা অর্থদণ্ডসহ জব্দকৃত ৩৮৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফুলবাড়ী পৌর বাজার কালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকান, কাঁচা বাজার, মাছ ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিষ্টি দোকান মালিক শফিকুল ইসলামকে পাঁচ হাজার এবং অপর মিষ্টি দোকান মালিক ইসমাইল হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও কয়েকটি মিষ্টির দোকানের মতিচুরের লাড্ডুতে কাপড়ের রং মেশানো থাকায় সেগুলো ধ্বংস করা হয়। এরপর একইদিন দুপুর পূর্বের অভিযানে জব্দকৃত ৩৮৪ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ থানা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি, থানার পরিদর্শক-ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদ মো. মোকাররম হোসেন, ফুলবাড়ী শাখা ক্যাবের সভাপতি মাসউদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবসায়িদেরকে সচেতনতা করাসহ দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। তবে বাজার মনিটরিং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ফুলবাড়ীতে নির্দেশনা অমান্য করে মূল্যায়ন পরীক্ষার নামে অর্থ আদায় অভিভাবকদের ক্ষোভ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808