মধ্যনগরে ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারী আটক
সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে বেআইনি ভাবে নিয়ে আসা ৯৯ বস্তা চিনি (প্রতি বস্তা ৫০ কেজি) ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ২জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
রবিবার (১১ই সেপ্টেম্বর) আনুমানিক ভোর ০৬ টা ৩০ মিনিটে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেনের নির্দেশনায় এস আই ইসমাইল হোসেন ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির দাতিয়াপাড়া (নতুন বাজার) ফুলেন্নছা মার্কেটের পিছনে লুঙ্গা হাওড়ের কিনারা হইতে তাদের আটক করা হয়। আটককৃত চিনির বর্তমান আনুমানিক বাজার মূল্য (৪৯৫০)কেজি ৪,৪৫,৫০০টাকা। ০১টি পুরাতন স্টীল বডি ইঞ্জিন চালিত নৌকা, যাহার দৈর্ঘ্য অনুমান ৪৪ ফুট প্রস্থ অনুমান ০৯ ফুট, যাহার আনুমানিক মূল্য-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
গ্রেপ্তারকৃতরা হল-দাতিয়াপাড়া গ্ৰামের মৃত চাঁন মিয়ার ছেলে সুজন মিয়া (৩৮ )ও মৃত আব্দুল গনির ছেলে আলী আহমদ (৫৩)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। বিকেলেই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। মাদক ও চোরাচালানিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: লাবণ্যময়ী হেমন্ত