শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

মধ্যনগরে পুলিশ সদস্য সাক্ষী দিতে স্ট্রোকে মৃত্যু

প্রকাশিত: ২২:০৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩

মধ্যনগরে পুলিশ সদস্য সাক্ষী দিতে স্ট্রোকে মৃত্যু

মধ্যনগরে পুলিশ সদস্য সাক্ষী দিতে স্ট্রোকে মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্তব্যরত পুলিশের এসআই আদালতে সাক্ষ্য প্রদানে গিয়ে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া (৪২) বিপি নং (৮০০০১৫১৮১৪) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন তথ্য নিশ্চিতটি করেন। এবং তিনি জানান মোঃ ইসমাইল হোসেন ভূইয়া ১৪ই সেপ্টম্বর হবিগঞ্জের বিজ্ঞ আদারতে সাক্ষী প্রদানের জন্য গত ১১সেপ্টেম্বর  মধ্যনগর থানা থেকে রওনা হন।১২ই সেপ্টেম্বর সাক্ষ্য শেষে হার্ট ডিজিস (হৃদরোগ) এর চিকিৎসার জন্য রাতে ঢাকা গমন করেন।

১৩ই সেপ্টেম্বর সকালে স্ত্রী সহ ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গেলে হঠাৎ তিনি অসুস্থ হন।তৎক্ষণাৎ স্ত্রী ডিএমপি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে একটার সময় তাকে মৃত ঘোষনা করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজীউন)।মধ্যনগর থানা পুলিশের সকল সদস্য গভীর শোকপ্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সদ্য প্রয়াত ইসমাইল হোসেন তেইশ বছর বাংলাদেশ পুলিশে কর্ব্যরতর ছিলেন। চলতি বছরের ৬ই মে মধ্যনগর থানায় যোগদান করেন।তিনি জন্ম কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন কমলাবাড়ী গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র।পরিবারক সূত্রে জানা যায় তিনি ০৩ কন্যা সন্তানের জনক।

আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৯৭ টি ভারতীয় মোবাইল হ্যান্ডসেট উদ্ধার,আটক ১