
কলমাকান্দায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষে , বৃদ্ধ ও নারীসহ আহত ৮
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে এক বৃদ্ধ ও দুই নারীসহ অনন্ত আটজন আহত হয়েছেন।
এ ঘটনায় গত বুধবার আহত মো. হারুনুর রশিদের স্ত্রী আমেনা খাতুন বাদি হয়ে হাতেম আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. আব্দুল মালেকের পক্ষে মো. হারুনুর রশিদ (৬০), মো. আব্দুল জলিল (৬৫), মো.নবী হোসেন (৩৬), মো. আব্দুল মজিদ (৩২) ও মো. হাতেম আলীর পক্ষে মো. হাতেম আলী (৪৫), মোছা. রমিজা আক্তার (৩০), মো. মোমেন মিয়া (২৪) ও মোছা. মিনারা খাতুন (৪০)।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপুর গ্রামের মো. আব্দুল মালেক ও প্রতিবেশী মো. হাতেম আলীর মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। গত সোমবার দুপুরে লক্ষীপুর এলাকায় আব্দুল মালেকের বড় বোনের স্বামী হারুনুর রশিদ তার জমিতে ধান রোপন করছিলেন। এ সময় হাতেম আলী ও হারুনুর রশিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে বৃদ্ধ ও নারী সহ অনন্ত আট জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মো. হারুনুর রশিদ, মো. নবী হোসেন ও মো. আব্দুল মজিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মো. হাতেম আলী সাংবাদিকদের বলেন , তার সাথে প্রতিবেশী মো. আব্দুল মালেকের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে কয়েকটি মামলাও চলমান আছে। গত সোমবার দুপুরে মো. আব্দুল মালেকের বড় বোনের স্বামী হারুনুর রশিদ মালেকের পক্ষ নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে তিনিসহ তার পক্ষের চার জন আহত হয়। এ বিষয়ে তিনি থানায় একটি মামলা করবেন বলেও জানান।
এ বিষয়ে আব্দুল মালেকের বোন আমেনা খাতুন সাংবাদিকদের জানান, প্রতিবেশী মো. হাতেম আলীর সাথে আমার ভাইয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গত সোমবার আমার স্বামী হারুনুর রশিদ আমাদের জমিতে ধান রোপন করতে গেলে হাতেম আলীসহ তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে আমার স্বামীসহ আমাদের পক্ষের চার জন গুরুতর আহত হয়। বুধবার সকালে এ নিয়ে মো. হাতেম আলীসহ ১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) সাংবাদিকদের বলেন, বুধবার লক্ষীপুর গ্রামের আমেনা খাতুন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কলমাকান্দায় বাল্যবিবাহ মুক্ত দুটি গ্রামকে আনুষ্ঠানিক ঘোষণা