দুর্গাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে,ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও ৬০০ টাকা আদায় করেছে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ফারিহা ডায়াগনস্টিক সেন্টার ৪০০ টাকা। পরে অতিরিক্ত ফি আদায়ের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ জেবুন্নেছা,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাকসুদা আক্তার রিমি,মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান,স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী আকবর এবং দুর্গাপুর থানা পুলিশের একটি দল।
এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল জানান,অভিযানে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এছাড়াও যে ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন নেই সেগুলোকে নবায়নের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে।