বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ভোক্তা অধিকার,বর্জ্য ব্যাবস্থাপনা ও পরিবেশ আইনে

রামগঞ্জে তিন হাসপাতালের দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২১:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামগঞ্জে তিন হাসপাতালের দুই লাখ টাকা জরিমানা

রামগঞ্জে তিন হাসপাতালের দুই লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিকার, বর্জ্য ব্যাবস্থাপনা ও পরিবেশ আইনে ল²ীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর শহরে কয়েকটি হাসপাতাল, ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুনিরা খাতুন।

এসময় ভোক্তা অধিকার, বর্জ্য ব্যাবস্থাপনা ও পরিবেশ আইনে আল ফারুক হসপিটাল ৫০ হাজার, হলি হোপ হসপিটাল ১ লক্ষ টাকা ও রামগঞ্জ আধুনিক হসপিটাল ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফয়সাল আমিন, নোয়াখালী র‌্যাব ১১ সিপিসি ৩ এর এএসপি গোলাম মোর্শেদ সহ ১৫-১৬ জনের একটি টিম এই অভিযানে অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: রামগঞ্জে কৃষি মাঠ থেকে অবৈধ ড্রেজার জব্দ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798