বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: ১৪:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদ সহ মিষ্টার (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৫.৩০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মিষ্টার উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কালু গাজীর ছেলে। থানার সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া'র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া মোড়ের পূর্বপাশে ইউনিয়ন ভুমি অফিসের সন্মুখে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিষ্টার দীর্ঘদিন থেকে মাদক ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত। 

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান,গ্রেপ্তারকৃত আসামী মিষ্টারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোণায় বেড়েছে চুরি, জনমনে আতংক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798