বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মদনে সংঘর্ষের ঘটনায় ৯জন আটক: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২১:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মদনে সংঘর্ষের ঘটনায় ৯জন আটক: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মদনে সংঘর্ষের ঘটনায় ৯জন আটক: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

নেত্রকোনা মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশিও অস্ত্র উদ্ধার হয়েছে।  পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার পুনরায় উল্লেখিত দু'গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়।

এমন সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭শে সেপ্টেম্বর তারিখে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি-শোটা,বল্লম,টেটা,ঢাল,গুলাইল, রাম-দা প্রভৃতি) উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর সকালে নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশে আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।এতে নোয়াগাও গ্রামের সাথে যুক্ত হয় বাউসা,পাঁচ-আলমশ্রী গ্রামসহ কয়েকটি গ্রামের লোকজন। আলমশ্রী গ্রামের সাথে যুক্ত হয় প্রতিবেশি মাখনা গ্রামের লোকজন। তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় আহত হয় অর্ধশত লোক।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নোয়াগাও ও আলমশ্রী গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। সতর্ক নজরদারি অব্যাহত আছে।

আরও পড়ুন: বগুড়ায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808