জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি পেঁয়াজসহ আটক-১
জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোদ পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা ভারতীয় পেঁয়াজ সহ ১টি ডিআই ট্রাক ও ১টি এইচ পিকআপ গাড়ী সহ আটক ১।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইচার্জ তাজুল ইসলাম পিপিএম নেতৃত্বে চোরাচালান বিরুধী অভিযানে ২৭ ফেব্রুয়ারী রাতে সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনি সহ ১টি এইচ পিকআপ গাড়ী এবং ২৮ ফেব্রুয়ারী রাত ১টা ৩০ মিনিটে সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ হতে ২০ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা ভারতীয় পিয়াজ সহ একটি ডিআই ট্রাক আটক করেন।
দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী সহ চেরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়, সে উপজেলার নিজপাট ইউনিয়নে ঘিলারতৈল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সোহেল রানা (৩০)।
আটকের বিষয় নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে আমি সহ পুলিশের একটি টিম পৃথক অভিযান পরিচালনা করি
অভিযানে ২টি গাড়ী সহ ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজ আটক করেছি এবং অপরাদের সাথে জড়িত থাকার অপরাধে এক জনকে আটক করা হয়। এ বিষয়ে দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে প্রেরন করা হয়।
আরও পড়ুন: জৈন্তাপুর সীমান্ত হতে যুবকের লাশ উদ্ধার
গোলাম সরওয়ার বেলাল