দুর্গাপুর ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন আটক
নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে নেশা জাতীয় ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আটককৃতকে আদালতে প্রেরন করা হয়। এর আগে সোমবার রাতে দুর্গাপুর ইউনিয়নের বারোমারী গ্রামের ফজলুল হকের বাড়ীর পাশের ব্রিজের উপর থেকে টাপেন্টাডল ট্যাবলেট সহ তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম জসিম মিয়া(২১)। সে দুর্গাপুর ইউনিয়নের বারমারী (লক্ষীপুর) গ্রামের আব্দুল ছালামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের বারমারী গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের ফজলুল হকের বাড়ীর পাশের ব্রিজের উপর থেকে জসিম মিয়া(২১) আটক করা হয় । পরে তাঁর কাছে থেকে নেশা জাতীয় ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জসিম মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। আটককৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়।
আরও পড়ুন: বারহাট্টায় সেমিনার ও প্রদর্শনী
কলি হাসান