
কেন্দুয়ার সাবেক পৌর মেয়র আসাদুল হক র্যাবের হাতে গ্রেফতার
কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মো: আসাদুল হক ভূঞাকে রাজধানী ঢাকা থেকে বুধবার রাতে গ্রেফতার করে র্যাব-১৪ সদস্যরা।
তারা গ্রেফতারের পর আসাদুল হক ভূঞাকে রাতেই কেন্দুয়া থানা পুলিশের হাতে তুলে দেয়।
কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম বলেন, সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞাকে কেন্দুয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
তবে আদালতে তাকে রিমান্ডের জন্য কোন আবেদন করা হয়নি। পরে আদালত আসাদুল হক ভূঞার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ
দিয়েছেন।
আরও পড়ুন: জনগণ কীভাবে সুফল পাবে?