
কেন্দুয়া উপজেলা আ.লীগ নেতা কামরুল হাসান র্যাবের হাতে গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে ময়মনসিংহের ব্রাহ্মপল্লি এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাঁকে আটক করে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেন্দুয়া থানা গেইট সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন, যিনি কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা, এ বিষয়ে দ্রুতবিচার আইনে গত ২১ আগস্ট মামলা দায়ের করেন।
মামলায় কেন্দুয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তাঁর স্ত্রী ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াসহ মোট ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত কামরুল হাসান ভূঁইয়াকে শনিবার সকালে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে কামরুল হাসান ভূঁইয়াকে দুপুরে আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ মোহনগঞ্জে প্রতিপক্ষের বদলে মোটরসাইকেল চালক নির্যাতিত
র্যাব-১৪/সিপিএসসি/ময়মনসিংহ