
আটপাড়ায় অবৈধ বালু উত্তোলনে অর্থদণ্ড: মুচলেকায় মুক্তি
নেত্রকোনার আটপাড়া উপজেলায় শুনই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িত আরও তিনজনকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি কার্যকর করেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. মিনারুল ইসলাম (২৫), যিনি আটপাড়ার মোবারকপুর গ্রামের মো. সাইকুল ইসলামের ছেলে।
মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন মো. ইবাদুল ইসলাম (২২) (গ্রাম: গাভুরকাছ, আটপাড়া), হৃদয় (২৫) (গ্রাম: বাইশদার, সদর উপজেলা), এবং আবুল কাশেম (৪৮) (গ্রাম: জয়নতপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ)।
বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও নেত্রকোনা সদর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়ার বুগাপাড়া এলাকায় শুনই নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পায় সেনাবাহিনীর একটি টহল দল। পরে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে একজনকে অর্থদণ্ড ও বাকি তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
সেনা কর্মকর্তা জানান, এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ পুলিশের নতুন আইজিপি হলেন বাহারুল আলম