
কেন্দুয়ায় ছাত্রলীগের চার নেতা গ্রেফতার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় সূত্র ও কেন্দুয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত শনিবার (৪ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া চারজন হলেন—উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের হাদিস মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), মোজাফরপুর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে হোসনে মোবারক (৪০), রামনগরের মো. বিল্লাল মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (২৮) এবং আরামবাগের আবুল হোসেন তালুকদারের ছেলে সাজন তালুকদার (২৩)।
গ্রেফতারদের মধ্যে সাজন তালুকদার (২৩) নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং মাসুদ রানা (২৪) আশুজিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে। তবে বাকি দুজনের কোনো পদ-পদবি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্তে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে
দুর্জয় বাংলা