
ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের ছেলে সাকের হোসেন সাগর বাদি হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মেরামত দেখিয়ে কাবিখা, টিআর ও এডিবিসহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত লাখ-লাখ টাকা উত্তোলণ করে তা নামেমাত্র কাজ করে সাকুল্য টাকা আত্মসাত করে আসছেন। এর মধ্যে ২০২১-২২ ইং অর্থ বছরের জন্য প্রথম পর্যায়ের - প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৭ লাখ ৯৬ হাজার টাকা নামেমাত্র কাজ করে সাকুল্য টাকাি হাতিয়ে নেন চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা।
এছাড়াও একই কায়দায় ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত এডিবি, টিআর ও কাবিখা প্রকল্পের নামেমাত্র কাজ করে লাখ-লাখ টাকা আত্মসাত করে আসছেন তিনি।
শুধু তাই নয় চেয়ারম্যান গোলাম ফরিদের পৃষ্টপোষকতায় এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবিদের ব্যাপক বিস্তার লাভ করছে। এতে করে তিনি এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি তাঁর লালিত সন্ত্রাসীরা সম্প্রতি স্থানীয় বাদশাগঞ্জ বাজারে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে অস্ত্র মহড়া দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি তাঁর বেপরোয়া সন্ত্রাসীরা জাতির শ্রেষ্ট সন্তান এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা করতেও দ্বিধাবোধ করেনি। আর এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।ওই মামলায় চেয়ারম্যানের লালিত ১৪ জন সন্ত্রাসীকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, আমি একজন শান্তিপ্রিয় মানুষ। এলাকার সাধারন মানুষ আমাকে ভালবাসে বিধায় তাঁরা আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন।
তিনি আরো বলেন, আমি সম সময়ই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি। তাই এলাকায় আমার সুনাম নষ্ট করার জন্যই একটি চক্র আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করার কাজে লিপ্ত রয়েছে।