
কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে মারামারি আহত ১২
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে চাচাতো ভাইদের মাঝে মারামারিতে এসএসসি পরীক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। তার মধ্যে মারাত্মক আহত এসএসসি পরীক্ষার্থী সুজন মিয়া ও সৈকত মিয়া (২২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে অবস্থার অবনতি হওয়ায় সুজন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এছাড়া আহত ফেরদৌস, বকুল মিয়া, নুরুজ্জামান, সুমন মিয়া, বাদল হাসান, খুদবানু ও জুয়েল মিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা চিকিৎসা নেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে। বিভিন্ন সূত্রে জানা গেছে একই বাড়ির সীমানা নিয়ে ইনচান মিয়া ও বাদল হাসানের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দুই পক্ষের মাঝে ঝগড়া হয়।
একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হন। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করেন। ওসি আলী হোসেন পিপিএম জানান, মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। মারামারিতে এসএসসি পরীক্ষার্থী সুজন মিয়া মারাত্মক আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: রামগঞ্জে শালিশী বৈঠকে হামলা গুরুতর আহত-২