মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

টাঙ্গাইলের মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:১২, ২৭ মে ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ন সরকার (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) গোড়াই নয়াপাড়া চক (নির্জন ফসলী জমি) থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত নারায়ন সরকার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চান মোহন সরকারের ছেলে।

খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এসএম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, বুধবার (২৪ মে) রাত নয়টার দিকে নারয়ন সরকার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চা খেতে যান। রাতে তিনি আর বাড়ি ফিরেন নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে নয়াপাড়া চক থেকে পুলিশ ধারালো অস্ত্র দিয়ে কুপানো তার মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ব্যবসায়ীদের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ