মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:২৬, ২৮ আগস্ট ২০২৩

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রাজধলা বিলের পশ্চিমে রাস্তার পাশে রবিবার (২৭ আগষ্ট) সন্ধায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহত ইদ্রিস উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ইদ্রিস আলীর সৎ চাচা আক্কাছ আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ইদ্রিস আলী রবিবার সন্ধায় বাড়ির পাশে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন।

এ সময় আক্কাছ আলী ও তার ছেলে মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান বাবুসহ আরো বেশ কয়েকজন তাকে নৃশংসভাবে কুপিয়ে শরীর থেকে দুই পা ও একটি হাত আলাদা করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় সড়কের বেহাল দশা,জনদুর্ভোগ চরমে