কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন
নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আশরাফুল বাদশা (১৮) এক যুবকের খুনের ঘটনা ঘটেছে। নিহত বাদশা উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ার আবুল কাশের ছেলে। ঘটনাটি ঘটেছে, রবিবার(২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, একই পাড়ার আবুল কাশেমের বাড়ির ছেলেরা আবুল হাসেমের বাড়ির ছেলেদের সাথে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলা করছিল। এই সময় ফ্লাওয়ার নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। এসময় আবুল হাসেমের ছেলে সারোয়ার (২২)আবুল কাসেমের ছেলে বাদশাকে (১৮) কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয় বাদশা। পরে আহত বাদশাকে পাশের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা এলাকায় না থাকায় সংশ্লিষ্ট ইউপি মেম্বার মো:আব্দুল বারেক খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাদশা খুন হয়। যা খুবই মর্মান্তিক ও দু:খজনক।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি) মো:এনামুল হক খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল আমি ও এএসপি সার্কেল সরেজমিনে পরিদর্শন করেছি । লাশ তাড়াইল থানায় আছে। আজ সোমবার (৩০ অক্টোবর) ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। মামলার অভিযোগের ভিত্তিতে এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি