
কলমাকান্দায় নাজিরপুর যুদ্ধ দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
১৯৭১ সালে ২৬ শে জুলাই মহান স্বাধীনতার যুদ্ধে পাক হানাদার বাহিনীর সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়।
এতে সাত জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এসময় পাক- হানাদার বাহিনীর সদস্যরা হতাহত হয়। ওই দিনই সাত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি এলাকায় সমাহিত করা হয়।
এ দিবসটি পালনে প্রতি বছর ২৬ শে জুলাই জেলা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও উপজেলা কমান্ড যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে " ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস " হিসেবে পালন করে আসছে।
এউপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ওসি আবুল কালাম (পিপিএম) , উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক জেলা পরিষদ সদস্য ইদ্রিছ আলী, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরুসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , ইউপি চেয়ারম্যানবৃন্দ , সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।