
সাঁথিয়ায় স্বামী মতিন হত্যার ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন
পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন।
রোববার (২০আগষ্ট)দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহত মতিনের স্ত্রীর পক্ষে তার বড় মেয়ে সবিতা খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামীকে গত বছরের ৪জুন নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান, কামরুজ্জামান রতন, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই হত্যা কান্ডের বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত মতিনের ছোট মেয়ে নাসরিন আক্তার(১৮) বলেন,পিতা হত্যার বিচার চাওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন,মেয়ে সবিতা খাতুন, নাসরিন আক্তার,আশা মনি ও মেয়ে জামাই আশরাফুল ইসলাম।
উল্লেখ্য,গত বছরের(২০২২) ৪জুন রাত সাড়ে ৯টার দিকে সাঁথিয়া পৌর সদরের ফেঁচুয়ান ছোটপুটিপাড়া গ্রামের আওলঘাটা ঘোনারচক ইছামতি নদীর দক্ষিন তীরে মহির উদ্দিন ওরফে মরহের ছেলে আব্দুল মতিনকে (৫০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত