কেন্দুয়ায় দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের গ্রাফিতি
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের অংকিত কেন্দুয়ার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা চিত্রকর্ম ও রচনার গ্রাফিতি। গত এক সপ্তাহ ধরে নেত্রকোনার কেন্দুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালসহ সরকারি প্রতিষ্ঠানের দেয়ালেও নানা চিত্র অংকন করে পথচারিদের দৃষ্টি আকর্ষণ করছেন তরুণ শিক্ষার্থীরা।
গতকাল কেন্দুয়া সরকারি কলেজের একদল শিক্ষার্থী দিনব্যাপী দেয়াল লিখন করেন। তাদের এই কাজ দেখ সাধারণ মানুষ বাহবা দিচ্ছেন। ছাত্ররা জানান,তারা দেশপ্রেম থেকে দেয়াল লিখন, দেশের মানচিত্র ও জাতীয় পতাকাসহ বিভিন্ন চিত্র অংকন করে মানুষের দৃষ্টি কাড়ার পাশাপাশি দেয়ালের পাশে নোংড়া-আবর্জনা ফেলা রোধ করে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। তাদের এ কাজে উৎসাহ দিতে ছুটে আসেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত।
তিনি জানান,আমাদের শিক্ষার্থীরা খুবই মেধাবী, তাদের অংকিত দেয়ালের চিত্রকর্ম খুবই সুন্দর। আমি তাদের এই কাজের প্রশংশা করছি।