মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

দুর্জয় বাংলা || Durjoy Bangla

জয়পুুরহাটে দূর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ,ভাড়া চালিত সিএনজি 

জয়পুুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৭, ১৭ এপ্রিল ২০২৩

জয়পুুরহাটে দূর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ,ভাড়া চালিত সিএনজি 

জয়পুুরহাটে দূর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ,ভাড়া চালিত সিএনজি 

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে রাতের বেলায় বাড়ীর মধ্যে রাখা একটি সিএনজিতে দূর্বৃত্তের লেগে দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘটনায় সিএনজির মালিকের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা উপজেলার তেলিহার গ্রামে ঘটে। এ ঘটনায় সিএনজির মালিক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।    

অভিযোগ সূত্রে জানায় যায়, তেলিহার গ্রামের ইব্রাহিমের ছেলে রফিকুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে একটি সিএনজির ক্রয় করেন। ক্রয়ের পর থেকে সিএনজিটি সে নিজেই চালান। সিএনজি আয় দিয়ে চলে তার পরিবার। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে চালিয়ে এসে ওই সিএনজিটি বাড়ীতে জায়গার অভাবে তার বড় ভাইয়ের বাড়ীতে রেখে নিজ বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে প্রতিবেশীদের চিৎকার শুনে তার বড় ভাইয়ের বাড়ীতে এসে দেখতে পায় তার সিএনজিটি আগুনে পুড়ছে। পরে সবাই মিলে আগুন নিভালেও ততক্ষক্ষে সিএনজিটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। 

সিএনজির মালিক ও চালক রফিকুল ইসলাম বলেন, ঋণের উপর সিএনজিটি ক্রয় করে তার আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে ভালই দিন যাচ্ছিল। এখন বড় বেকায়দায় পড়লাম। সামনে ঈদ, কিভাবে কি করবো তা ভেবে পাচ্ছিনা। কিস্তি দিব কিভাবে আর সংসারই চালাবো কি করে। আমার কোনো শক্রু ছিল না, তারপরও এটা হলো কিভাবে। থানায় অভিযোগ দিয়েছি।    

এবিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মঈনুদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিরেন দাস

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 851