
বারহাট্টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
নেত্রকোণার বারহাট্টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার বারহাট্টা উপজেলা সড়ক
পরিবহন শ্রমিক শাখা ও অটো, টেম্পু, অটোরিক্সা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
বারহাট্টা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামীম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, সহকারি কমিশনার (ভ‚মি) সানজিদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন আফিস, সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাবলু, দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া অটোরিক্সা, টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় সরকারি ভর্তুকি মূল্যে ধান কাটার যন্ত্র পেলেন দুই কৃষক