
ওয়াহিদুর রহমান জিঠু
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলণে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা এবং শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু।
শুক্রবার ১২ মে বিকালে ওয়াহিদুর রহমান জিঠুর নিজের এলাকা উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভায় মিলিত হয়ে এই ঘোষণা দেন তিনি।
শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মজিদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্যামসিদ্ধি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফহিম ইসলাম প্রিন্সসহ ওয়াহিদুর রহমান জিঠুর সমর্থনে অসংখ্য শুভাকাংখি গাদিঘাটে উপস্থিত হন।
সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান জিঠু শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বোচ্চ ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ২০ মে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলণে সাধারণ সম্পাদক পদে ওয়াহিদুর রহমান জিঠু নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন