বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুরে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০:২২, ২৫ মে ২০২৩

আপডেট: ২০:২৩, ২৫ মে ২০২৩

দুর্গাপুরে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুরে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

’’অঞ্জলী লহো মোর-সঙ্গীতে’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমি দুর্গাপুর এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় উপজেলা নির্বাহী অফিসার ও অত্র একাডেমির সভাপতি মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুলের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, বীরেশ্বর চক্তবর্ত্তী, এডভোকেট মানেশ সাহা, এডভোকেট প্রবীর মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।  

অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। 

আলোচনায় বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে। যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন: জয়পুরহাট জেলা আ.লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798