
নাসির উদ্দিন রানা
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসির উদ্দিন রানা ঢোল প্রতিক নিয়ে ৩৩৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুর রহমান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ২৮৭৯ ভোট। অপর দুই স্বতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুর রহমান আনারস প্রতিক নিয়ে ২৪৩৪ ভোট এবং মোঃ দৌলত মিয়া ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৭২১ ভোট।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোছাঃ হোসনে আরা নির্বাচন শেষে বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন।