
কেন্দুয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
মাদক নির্মুলের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ তারিক আজিজ, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন। আলোচনা সভা শেষে এক র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা।