মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

কলমাকান্দায় আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০৬:০২, ৮ জুন ২০২৩

আপডেট: ০৯:২৩, ৮ জুন ২০২৩

কলমাকান্দায় আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কলমাকান্দায় আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে  কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম  বাজারের হাবিবুর রহমান হাবিবের সেমিপাকা ভাড়াটিয়ার রান্না ঘর থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে । পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিশ মিনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে হাবিবুর রহমান হাবিব  ও জাহাঙ্গীর আলম মজুমদার সেমিপাকা বসতঘরসহ সামনে হাবিবের পোল্টি ও চাউলের দোকান, ভাড়াটিয়া মো. জাকির হোসেন মুদির দোকান ও গোডাউনের মালামাল সম্পূর্ণ এবং মো. জামাল মিয়া ও মো.আরব আলীর মুদির দোকান আংশিক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়,  রাত ১০ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দীন বলেন, ‘ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পশ্চিম বাজারে ব্যবসায়ীসহ বাসায় থাকা লোকজন ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এতে আগুনে প্রায় ২০  লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মজুমদার জানান, নগদ অর্থ, স্বর্ণঅলংকারসহ বাড়ীর প্রয়োজনীয় দলিল ও  কাগজপত্রাদিসহ আগুনে পুড়ে গেছে। 

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার এমদাদুল ইসলাম সমকালকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের ৯টা  ৪৫ মিনিটে  ফোন পেয়ে আমরা দশ মিনিটের মধ্যে  ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি পরিমান জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।  

খবর পেয়ে তাৎক্ষণিক  ঘটনাস্থলে উপস্থিত হন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও ওসি আবুল কালাম (পিপিএম)।

আরও পড়ুন: আমৃত্যু আওয়ামীলীগের হয়ে কাজ করতে চাই: সাবেক সংসদ আরজু