সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় কমিটি নিয়ে দ্বন্দ্ব বাঁধ সংস্কার বন্ধ

শেখ শামীম ,কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩, ১৬ মার্চ ২০২৩

আপডেট: ০৮:৪৮, ৬ মে ২০২৩

কলমাকান্দায় কমিটি নিয়ে দ্বন্দ্ব বাঁধ সংস্কার বন্ধ

কলমাকান্দায় কমিটি নিয়ে দ্বন্দ্ব বাঁধ সংস্কার বন্ধ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আমবাড়ি বাজার পাকা সড়ক থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার বাঁধ ২০১৯ সালে জাপান উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে দশধার রানীগাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে নির্মান করা হয়। আর এ কাজের তদারকির দায়িত্বে ছিলেন এলজিইডি।

পরে ওই সমিতির সদস্যদের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। আর এরপর থেকেই ওই বাঁধটিতে জাইকা কোন ধরণের অর্থ প্রদান না করায় তা আর সংস্কার করা হয়নি। তবে গত বছর স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার ও ইউপি চেয়ারম্যানসহ ৩/৪জনের সহযোগিতায় এই বাঁধের কিছু অংশ সংস্কার করা হয়।

কিন্তু গত বন্যার পানিতে বাঁধটির চারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠানপাড়া মতিউর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে দুইটি বড় গর্তসহ আরো কয়েকটি জায়গায় ভেঙে গেছে। বাঁধটি সংস্কার না করা হলে মান্দুরিয়া, পিটুয়া, চাঁটিগাও, বিয়ারবন্দ, ডগড়াবিলসহ আরো কয়েকটি হাওরের অন্তত দেড় হাজার একর জমির ধান পানিতে তলিয়ে যাবে বলে স্থানীয়রা জানায়।

বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি বাজার পাকা সড়ক থেকে হীরাকান্দা পর্যন্ত বাঁধটির দুটি অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়। একটি পাঠানপাড়া গ্রামের কবির মেম্বারের বাড়ির পাশে আরেকটি ওই গ্রামের মতিউর রহমানের বাড়ির পাশে। এছাড়াও বাঁধটির বিভিন্ন অংশ গত বন্যার পানিতে ভেঙে গেছে। জরুরী ভিত্তিতে বাঁধটি মেরামত না করা হলে কলমাকান্দার পোগলা ও বারহাট্টার রায়পুর ও বাউসি ইউনিয়নের বেশির ভাগ গ্রামের জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাইকার নির্মিত বাঁধটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে।

তারমধ্যে দুইটি গর্ত বিশাল আকার ধারণ করেছে। বাঁধটি সংস্কার না হলে ৭/৮টি হাওরের দেড় হাজার একর জমির ফসল হুমকিতে পড়বে। তাই স্থানীয়রা জরুরী ভিত্তিতে বাঁধটি নির্মানের জন্য জন্য দাবি জানান। পাঠানপাড়ার কৃষক বজলুর রহমান বলেন, দারদেনা করে তিনি মান্দুরিয়া হাওরে ছয় একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন। কিন্তু বাঁধটি সংস্কার না করায় তিনি ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন। ফসল ঘরে তুলতে না পাড়লে পথে বসা ছাড়া তার আর কোন উপায় থাকবেনা বলেও জানান। কলমাকান্দা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে দশধার রানীগাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটি নিয়ে সদস্যদের মধ্যে কোন্দল চলে আসছে। একারণে জাইকা অর্থ প্রদান না করায় এখানো বাঁধের সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। দশধার রানীগাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র এড্হক কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, এডহক কমিটি গঠনের পর থেকেই আমরা সাবেক কমিটির সভাপতি নোয়াব আলী ও সাধারণ সম্পাদক শ্যামল নন্দিকে সমিতির কাগজপত্রসহ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বার বার তাগিদ দেই। কিন্তু তারা এখনো দায়িত্ব বুঝিয়ে দেয়নি। এ কারণে নতুন কমিটিও গঠন করা সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে জানতে চাইলে ওই সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল নন্দী বলেন, জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল বিধিবর্হিভূত ভাবে আমাদের সমিতি থেকে আমাকেসহ ১০ জন সদস্যকে বহিস্কার করে তিনি। পরে সরকারি কর্মকর্তা দিয়ে ৩ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করেন। তাই আমরা নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আইনে যা হয় তা আমরা মেনে নেব। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাকে এ পর্যন্ত কেউ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা মৌখিক বা লিখিতভাবে জানাইনি। নেত্রকোনা জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল বলেন, আমরা অফিসিয়াল চিঠি দিয়ে সরকারি অফিসার দিয়ে কমিটি গঠন করেছি। আগের যে কমিটি ছিল তাদের মেয়াদ উর্ত্তীন হওয়ার আগেই বহিস্কার করা হয়েছে। পরে তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আপিল করলে সেখানেও রায় তাদের পক্ষে যায়নি।

পরে তারা আদালতে যায়। আমরা তাদেরকে দায়িত্ব হস্তান্তর করার জন্য লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তারা এখনো দায়িত্ব হস্তান্তর করেনি। পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, বাঁধটি খুবই ঝুকির মধ্যে আছে। দশধার রানীগাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটির দ্বন্দ্বের কারণে তা সংস্কার করা যাচ্ছে না। আমরা এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার মহোদয়ের সাথে যোগাযোগ করলে সম্প্রতি তিনি বাঁধটি পরিদর্শন করেন।

এসময় এমপি মানু মজুমদার বলেন, কৃষকরা যাতে নির্বিগ্নে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে সেজন্যে দ্রুত বাঁধটি সংস্কার করা হবে বলে জানান। এবিষয়ে কলমাকান্দা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক আহম্মেদ বলেন, পোগলার চারুলিয়া ও পাঠানপাড়ার অংশে জাইকা বেড়িবাঁধ মেরামত করা না হলে কলমাকান্দার প্রায় ২২০ একর জমির বোরো ফসলসহ পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার বাউসি ও রায়পুর ইউনিয়নের ব্যাপক জমির ফসল নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 851