ফুলবাড়ীতে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান শুরু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথের জায়গায় বিভিন্ন সময়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব আবদুুল লতিফ খান।
বুধবার (১৯ জুলাই) থেকে শুরু হওয়া অভিযানে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনছুরুল আজিজ।
তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলমুক্ত করার জন্য এ অভিযান পারিচালিত হচ্ছে। শহরের ঢাকামোড় এলাকার সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে প্রথম দিনের অভিযানে অর্ধশত কাঁচা-পাকা স্থাপনা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী জান্নাতুন ফেরদৌস, উপ সহকারী প্রকৌশলী আনফ সরকার, উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনছুরুল আজিজ আরো বলেন, দখলকৃত জায়গা ছেড়ে দিতে দখলদারদেরকে একাধিকবার নোটিশ করা হয়েছে। কিন্তু তাদের কেউই নোটিশের তোয়াক্কা করেনি। পরে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানে নেতৃত্বদানকারী সড়ক ও জনপথ বিভাগের প্রধান কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব আবদুুল লতিফ খান বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ছোট-বড় পাকা স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন অথবা দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন এমন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অনেক স্থাপনার মালিক আদালত কর্তৃক স্থিতাবস্থা জারির দাবি করে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করেছেন।
এসব ডকুমেন্ট যাচাই-বাছাইপূর্বক পরবর্তীতে অভিযান চালানো হবে।অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বৃক্ষমেলা উপলক্ষে শহীদ নাজমুল স্মৃতি চত্তরে বৃক্ষ রোপণ