
গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন
ময়মনসিংহের গৌরীপুরে ২৪- ৩০ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার ২৫ জুলাই বেলা ১১.৩০ মিনিট উপজেলা চত্বর থেকে বন্যাঢ্য র্র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদের গোলপুকুরে দেশী মাছ অবমুক্ত করা হয়। বেলা ১২ টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রহিম,অচিন্তপুর গুলশামাছ উৎপাদনকারী।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাছচাষীর মালিক ও শ্রমিকরা উডস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ১ জন শ্রেষ্ঠ মৎস্যচাষী ও ১ জন শ্রেষ্ঠ মৎস্য হ্যাচারীর মালিককে পুরস্কার প্রদান করা হয়।