
কেন্দুয়ায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কাবেরী জালাল
শ্রাবনেও বৃষ্টি নেই।পানি নেই।প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষ। চরম বিপর্যয়ের মুখে পরিবেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের পরিকল্পনায় শুরু হয়েছে মাসব্যাপী কর্মসুচি।
৪ আগষ্ট শুক্রবার বিকালে মাসকা বাজারে নিজের হাতে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু।বিশ্বব্যাপীপরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে।
তিনি পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে। তিনি সকলের বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ লাগানোর আহবান জানান।
এ সময় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালকে ধন্যবাদ জানিয়ে বলেন,,গাছ আমাদের পরম বন্ধু।তিনি তাঁর ইউনিয়নের সকলকে একটি করে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করার আহবান জানান।
কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর কথা বলেছেন।প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বৃক্ষরোপন কর্মসুচির উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান।সেই সাথে সকলকে গাছ লাগানো ও পরিচর্যার আহবান জানান।