
মধ্যনগরে হাওরে এক জেলের মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জের মধ্যনগরে গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া উজ্জ্বল সরকার (২৫)নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়া উজ্জ্বল সরকার উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত যোগেশ সরকারের ছেলে।
রবিবার (২৭ আগস্ট) বিকাল ছয়টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের পাশের গুরমার হাওরে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিববার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের উজ্জ্বল সরকার সহ চারজন জেলে একটি ছোট নৌকা নিয়ে রবিবার বিকেলে জাল নিয়ে গুরমার হাওরে মাছ ধরতে যায়। বিকেল অনুমান ছয়টার সময়ে হঠাৎ করে হাওরে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও উজ্জল সরকার হাওরের পানিতে ডুবে নিখোঁজ হয়।
এ খবর পেয়ে সাথে সাথে মধ্যনগর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনাস্থল সহ হাওরের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে নিখোঁজ উজ্জলকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন সোমবার দুপুরে ডুবুরি দল, পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় নিখোঁজ জেলে উজ্জল সরকারের মৃতদেহ হাওর থেকে উদ্ধার করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন জানান,নিখোঁজ উজ্জ্বল সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহ তার পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ডাক্তার সমাচার