ইসলামপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে যমুনা ও ব্রক্ষপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের ইসলামপুরে ৮ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর পৌর এলাকার নিম্নাঞ্চল, ইসলামপুর সদর নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী, বেলগাছা, কুলকান্দি ও পাথর্শীসহ ৮টি ইউনিয়নে বন্যায় পানি প্রবেশ করেছে।
এতে ২শ ৫০ হেক্টর রোপা আমন ধান, বিভিন্ন ফসলাদি ও বীজতলা তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার প্রায় ৬ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের।
কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান বলেন, উপজেলা প্রায় ২৫০ হেক্টর জমি রোপা আমন ধান পানি প্লাবিত হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, উপজেলার বন্যা কবলিত ৮ ইউনিয়নের জন্য ২৫মেট্রিক টন ত্রাণের চাল বরাদ্ধ পাওয়া গেছে, যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলায় ১২৫টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুসারে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা