মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:২০, ৬ সেপ্টেম্বর ২০২৩

হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার

হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার

আকস্মিক ঝড়ে নেত্রকোনার হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে নেত্রকোনা জেলার কলমাকান্দা, মোহনগঞ্জ ও সদর উপজেলার উপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে যায়।

ঝড়ে কলমাকান্দা উপজেলার সোনাডুবি হাওর ও মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে পৃথক পৃথক নৌকাডুবির ঘটনা ঘটে। সোনাডুবি হাওরে
নৌকাডুবির ঘটনায় আব্দুল কুদ্দুস (৩৮) ও অনিল চন্দ্র দাস (৪৫) এবং ডিঙ্গাপোতা হাওরে নৌকা ডুবির ঘটনায় দুলাল তালুকদার (৬০) নামে তিন জেলে
নিখোঁজ হয়। সোমবার বিকালে আব্দুল কুদ্দুসের লাশ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

নিখোঁজ অনিল চন্দ্র দাস ও দুলাল তালুকদারের লাশ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনগনের সহায়তায় ঘটনাস্থলের আশপাশে
অনুসন্ধান চালায়। আজ মঙ্গলবার দুপুরের দিকে নিখোঁজ অনিলের মরদেহ ভেসে উঠলে স্থানীয় জনগন তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ জেলে দুলাল তালুকদারের (৬০) লাশও সন্ধ্যার দিকে ঘটনাস্থলের কাছ ভেসে উঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা উদ্ধার করে।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি নিখোজ দুই জেলের লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা। তাই এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798