
কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে আড়াই বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎপৃষ্টে আড়াই বছর বয়সী মাসতুরা আক্তার নামের এক শিশু মারা গেছে।
এ দুর্ঘটনাটি রোববার বিকেলে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে ঘটে। মৃত শিশু ওই গ্রামের মাসুদ রানা ও সোনিয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান। মৃতের বাবা পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ও মা গৃহিণী।
মৃতের বাবা মাসুদ রানা জানান, আমার বসত বাড়ীর ঘরের বারান্দায় প্রতিদিনের মতো নিজস্ব একটি ব্যাটারিচালিত অটোইজিবাইটিতে চার্জ দেওয়ার জন্য বিদুৎতের সংযোগ দিয়ে রাখা হয়। ওইদিন বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে বাড়ীর সকলের অগোচরে অটোইজিবাইটির ব্যাটারি ওপর ওই শিশু হাত দিয়ে স্পর্শ করে। এতে করে বিদ্যুতারিত হয়ে পড়ে শিশু মাসতুরা।
এসময় তার মা সোনিয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তার ডাক চিৎকারের বাড়ির লোকজন এসে দুর থেকে গামছা দিয়ে টেনে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসতুরা কে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু মাসতুরার মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু মাসতুরার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কেন্দুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত