
শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল আর নেই
নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ও স্থানীয় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এর চাচা ইলিয়াস হোসেন কোকিল (৬২) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা নামাজ বাদ আছর কলমাকান্দা সরকারি পাইলট বিদ্যালয়ের মাঠে ও দ্বিতীয় জানাযা নামাজ বাদ মাগরিব নিজ গ্রাম চত্রংপুরে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে ওইদিন রাতে চত্রংপুরে সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: জাতীয় স্থানীয় সরকার দিবসে কেন্দুয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন