
নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের জামতলা বাজারে সোমবার বিকেলে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওমর ফারুক জামতলা বাজারের মোঃ খোকন মিয়ার ছেলে।
শিশুটির পারিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শিশু ওমর ফারুক প্রতিদিনের মত বাড়ীর পাশে কাচারী পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ফারুককে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে।
কোথাও শিশুটিকে খুজে না পেয়ে অবশেষে পুকুরের পানিতে তল্লাশী চালিয়ে পানির নীচ থেকে ফারুকের নিথর দেহ উদ্ধার করে দ্রæত পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: সাপাহারে শারীরিক প্রতিবন্ধী বালককে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ইউএনও