বন্ধুদের সাথে গোসলে নেমে নদীতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মো. হাসু (১২) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের মাতম। অপরদিকে খবর পেয়ে নিহত পরিবারকে ১০ হাজার টাকার অনুদান প্রদান করেছেন দিনাজপুর জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিলাই নদী এ ঘটনা ঘটে।
নিহত হাসু ওই গ্রামের দিনমজুর আইনুল ইসলামের ছেলে এবং ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাষ্টার।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কিছুদিনের টানাবৃষ্টিতে নদীতে পানি বেড়েছে। মো. হাসু দুপুরে বন্ধুদের সাথে তিলাই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে মো. হাসু পানিতে তলিয়ে গেলে অন্যরা চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে হাসুকে উদ্ধার চেষ্টা করে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, বিষয়টি জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ জানার সাথে সাথে তিনি ওই নিহত পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। দুুপুর তিনটায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম জেলা প্রশাসকের পক্ষে নিহতে বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে অর্থের চেক তুলে দিয়েছেন।
আরও পড়ুন: গাইনের গীত