
পূর্বধলায় ভিমরুলের কামড়ে শিশু সিয়ামের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় ভিমরুলের কামড়ে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সিয়াম পূর্বধলা সরকারি কলেজ রোড এলাকায় মনিরুজ্জামানের ছেলে।
পরিবারের লেকজন জানায়, গত কয়েক দিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রবিবার বিকেল ৪টার দিকে বিড়াল ছানাটি ঘর থেকে দৌঁড়ে বাড়ির পেছনে চলে যায়।
এ সময় সিয়াম ছানাটিকে ধরতে গিয়ে হঠাৎ ভিমরুলের আক্রমনে পড়ে। বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাক থেকে একসঙ্গে অনেকগুলো ভিমরুল তাকে কামড়ে দেয়। সিয়ামের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে চিকিৎসার পর ডাক্তারের পরামর্শে রবিবার রাতে তাকে বাড়িতে নিয়ে যায়।
সোমবার সকালে সিয়ামকে আবারও হাসপাতালের ডাক্তার দেখানোর পর পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে বাড়ি যায়। দুপুরে সিয়ামের অবস্থার দ্রæত অবনতি
ঘটলে পরিবারের লোকজন পূনরায় তাকে নিয়ে হাসপাতালে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত শিশু সিয়ামের মামা মামুন এ ঘটনার জন্য হাসপাতালের ডাক্তারদের দায়ী করেন।
তার দাবী ডাক্তার জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে আমার ভাগ্নে এভাবে মারা যেত না। তিনি এ জন্য হাসপাতালের ডাক্তারদের শাস্তির দাবী জানান।