
মধ্যনগরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামে অজিত স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে অজিত স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
অজিত স্মৃতি পাঠাগারের সভাপতি অধীর সরকারের সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা অসীম সরকারের সঞ্চালনায় অনান্যদের মাঝে বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, অবসর প্রাপ্ত শিক্ষক রমাপদ চক্রবর্তী, ব্রতচারী বিমান তালুকদার, দুলাল কিরণ সরকার। এছাড়াও গ্রন্থপাঠ কার্যক্রমের উপর বক্তব্য রাখেন শিক্ষার্থী আপন সরকার, অরুনাভ রায়, লিংকন, রৌদ্র সরকারসহ প্রমুখ।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রুমির মতবিনিময় সভা