আটপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নানা আয়োজনে নেত্রকোণার আটপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভায় এসে মিলিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর প্রমুখ।