সাপাহারে জাতীয় যুব দিবস পালিত
"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, সনদ ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
১ নভেম্বর বুধবার সকাল ১১ টার দিকে সাপাহার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, সমবায় অফিসার নাজমুল হাসান, মৎস্য অফিসার রোজিনা পারভীন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।শেষে ৪ জন যুব সদস্যর মাঝে ঋন হিসাবে ২ লক্ষ টাকার চেক প্রদান ও ১০ জনের মাঝে সনদ প্রদান হরা হয়েছে ।
আরও পড়ুন: বারহাট্টায় জাতীয় যুব দিবস পালিত